SIR আবহে এবার বামেরা শুরু করেছে নতুন উদ্যোগ। বিহারে নির্বাচনের আবহে রাহুল গান্ধীর উদ্যোগে দেখা গিয়েছে ভোটার অধিকার যাত্রা। এবার গোটা বাংলাতেই ভোটার অধিকার রক্ষা অভিযান শুরু করে দিয়েছে সিপিআইএম। এই অবস্থায় খোলা হয়েছে ভোটার অধিকার রক্ষা কেন্দ্র। সেখানে ঝুলছে পোস্টার। আর তার ফলে এসআইআরকে মাথা করে তৃণমূল-বিজেপিকে দেওয়া হচ্ছে রাজনৈতিক খোঁচাও।