বিজেপির কর্মসূচির আগেই রণক্ষেত্রে কোচবিহারের তুফানগঞ্জন। হামলার মুখে বিজেপি বিধায়ক মালতী রাভারা। পুলিশের সামনেই বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জ থানায় স্মারকলিপি জমা দেবে বিজেপি। কর্মসূচি আটকাতেই এই হামলা বলে দাবি পদ্মশিবিরের।