নওশাদ সিদ্দিকী ফুরফুরার পীরজাদা হলেও নিজেকে ধর্মীয় চাদরে মুড়ে রাখেননি। বরং অনেক বেশি উদার মানসীকতার কথা বলছিলেন। সবার হয়ে কথা বলছিলেন। কিন্তু ২৬ ভোটের লড়াইটা সরাসরি ধর্মীয়মেরুকরণ হয়ে গিয়েছে তাই না!