যার প্রাণকেন্দ্র থেকেছে শহর কলকাতা। স্বাস্থ্য ভবনে এই নিয়ে ১৫ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকও হয়েছে। কিন্তু তারপরেও জট কাটেনি। উল্টে আন্দোলনকে আরও জোড়াল করে আগামিকাল পালন হতে চলেছে ধিক্কার দিবস। পাশাপাশি ২৯ দিন পরেও সব দাবি পূরণ হওয়া না-পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানিয়েছেন আশা কর্মীরা। অবশ্য, বকেয়ার আশ্বাস মিলেছে বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা।