অবৈধ ভোটার কেন থাকবে? ফের একবার জোরাল প্রশ্ন তুললেন বিজেপি নেতা সজল ঘোষ। নির্বাচন কমিশনকে মনে করালেন দায়িত্ব। বললেন, “যদি আমরা দেখি বৈধ ভোটারের সঙ্গে অবৈধ ভোটার রয়ে গেল তাহলে তো আয়করদাতাদের টাকা নষ্ট হল।”