বিজেপির সংকল্পপত্র কমিটিতে অশোক লাহিড়ি ও অগ্নিমিত্রা পালের পাশাপাশি জায়গা পেয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। আছেন দেবজিৎ সরকার। নির্বাচনী রূপরেখা তৈরির এই বিশেষ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে বৈশালী ডালমিয়া ও শিশির বাজোরিয়াকেও। এ ছাড়া অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট নেতৃত্বকে এই কমিটিতে যুক্ত করে বড় চমক দিয়েছে পদ্ম শিবির।