বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'প্রতিটি জায়গায় শাসক দলের আতঙ্ক। শাসকের যেটা আতুঁড়ঘর, শাসকের যেটা দুধেল গাইয়ের জায়গা সেখান থেকে একই সাউন্ড আসছে। মুর্শিদাবাদে কোথাও হুমায়ুন কবীর তো কোথাও জাকির হোসেন, ওরা বলছে আমি সবচেয়ে বড় গুন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন, আমি গুন্ডা কন্ট্রোলার। ফলে ওর দলের লোকেরা তো গুন্ডা হবে। এটাই স্বাভাবিক ব্যাপার।'