পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখতে। সেই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'বিরোধী রাজনৈতিক দল কেমন তাদের রণনীতি ঠিক করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু তাই বলে একে মারো, ওকে বাঁধো, তাকে কাটো--- এসবগুলো বন্ধ করতে হবে। ক্ষমা চান নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের উচিত এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া। কেউ মিটিং করতেই পারেন। কিন্তু সেখানে গাছে বাঁধার নিদান দেবেন না, জ্বালিয়ে দেওয়ার নিদান দেবেন না, লণ্ডভণ্ড করার নিদান দেবেন না। এমনিই বাংলাটাকে জ্বালিয়েছেন, আর দয়া করে করবেন না। থামুন।'