যুবভারতীর ঘটনা নিয়ে এবার তোপের পর তোপ দাগলেন বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, “বাংলায় তো শিল্পপতিরা আসা বন্ধ করে দিয়েছে। এবার মনে হয় আর কোনও খেলোয়ারও আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একাই খেলা হবে খেলা হবে করবেন কিন্তু বাংলায় একটাও খেলোয়ার থাকবে না।”