২০০২ সালের পর যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভারতে প্রবেশ করেছেন, তাঁরা উদ্বেগে রয়েছেন। কারণ ২০০২ সালের ভোটার লিস্টে তাঁদের নাম থাকার কথা নয়। তাহলে? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপায় বাতলে দিলেন। বললেন, ‘CAA-তে আবেদন করে দিন।’ সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপির সাংগঠনিক জেলার ডাকে প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের ২০০৪ পর্যন্ত জন্ম ভারতে, তাঁরা সুরক্ষিত, ২০০৮ পর্যন্ত বাবা-মায়ের এখানে জন্ম, তাঁরা সুরক্ষিত। ২০০২ সালের পর যাঁরা এসেছেন. CAA তে অ্যাপ্লাই করে দিন, বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু-সুকান্ত-শমীক।”