কলকাতায় আজ সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন? কেন্দ্রীয় স্তরের দুই নেতা বিএল সন্তোষ, সুনীল বনশল সেই বৈঠকে উপস্থিত থাকবেন। বঙ্গ বিজেপির শীর্ষস্তরের নেতৃত্বরা থাকবেন। সূত্র বলছে রাজ্যজুড়ে ৭০০ CAA সহায়তা ক্যাম্প হতে চলেছে। ওই ক্যাম্পে কীভাবে কাজ হবে, তা নিয়েও আলোচনা হবে।