সমবায় ভোটে জয়ী বিজেপি। তাদের বিজয়োল্লাস ঘিরে উত্তপ্ত খেজুরি। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল বোমাবাজির অভিযোগ। উদ্ধার একটি তাজা বোমাও। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ। বিজেপির দাবি, তৃণমূল ক্রমাগত বোমাবাজি করছে এলাকায়। বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।