নির্বাচন কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করতেই বিরোধিতা শুরু করেছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এসআইআরের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন। এবার পথে নেমে প্রতিবাদও জানাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে এসআইআর-এর বিরোধিতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।