শনিবার মেসির আগমন ঘিরে ঠিক যে যে ছবিগুলি কল্পনা করা হয়েছিল, তা যেন পূর্ণ হল জনতার। মেসি এলেন, চলেও গেলেন। মাঝে শুধু দেখা গেল 'একজনকেই'। কষ্টের উপার্জন দিয়ে হাজার-হাজার টাকা টিকিট কেটে আসা দর্শকদের অভিযোগ, 'মেসি নয়, মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি।'