কজওয়ে দিয়ে পেরনোর সময় মাঝরাস্তায় চরম বিপত্তি। জলের স্রোতে সেতুর মাঝেই আটকে পড়ে আস্ত গাড়ি। সেই গাড়ি থেকে নেমে কোনওরকমে প্রাণে বেঁচেছেন চালক ও যাত্রীরা। ঘটনাটি ঘটেছে দ্বারকেশ্বর নদে বাঁকুড়ার মীনাপুর কজওয়েতে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।