উৎসবের মাসে চাপে পুলিশ, নাজেহাল আম আদমি। রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে কালীপুজো। ভিড় জমেছে বারাসতে। এই আবহে জনস্রোত সামলাতে গিয়ে নাজেহাল পুলিশ-প্রশাসন। হোঁচট খাচ্ছে আম আদমিও।