তুমুল চিৎকার। তুমুল হই-হট্টগোল। পুলিশের হাতে লাঠি, তেড়ে যেতে দেখা যাচ্ছে তাঁদের। এই সংক্রান্তই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তারপরই তা ভাইরাল। ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগর। সেখানেই জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ।