৪ মাসের মধ্যে দ্বিতীয়বার জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরের ঠিক আগে জলপাইগুড়ির অব্যবস্থার ছবি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরের জন্য পরিষ্কার করা হয়েছে আবর্জনার স্তূপ। ঢেকে দেওয়া হয়েছে নীল সাদা কাপড়ে। এমনই অভিযোগ শুভেন্দুর। তিনি এও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা সর্বত্র বেহাল দশা। নীল-সাদা কাপড়ে কি দুর্গন্ধ বা অনুন্নয়ন ঢাকা যায়?