১০ হাজার, ২০ হাজার টাকা খরচ করেও দেখা মিলল না ভগবানের। মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব চালাল ভক্তরা। গ্যালারি থেকে ছুড়ে মারা হল বোতল। ভাঙা হল চেয়ার। এমনকী, গেট ভেঙে মাঠে ঘুরে বেড়াল অনেকে। আগুন ধরিয়ে দেওয়া হল সোফায়।