উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের মহিষপোতা এলাকায় রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল সিপিআইএমের পার্টি অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখায় সিপিএম নেতৃত্ব। পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।