আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। আর দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষদের উদ্দেশে জল দানের জন্য আজ ঘাটে ঘাটে ভিড়। সকলেই করছেন তর্পণ। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার সহ গঙ্গার বিভিন্ন ঘাটের সর্বত্রই একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। গঙ্গাবক্ষে বিশেষ নজরদারিও করছে পুলিশ।