ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। তলানিতে ঠেকল মৃত্যুশূন্য ভোটকেন্দ্রের সংখ্যা। এ বার ৪৮০ থেকে মৃত্যুহীন ভোটকেন্দ্রের সংখ্যা নেমে মাত্র ২৯ এ এসে ঠেকল। কমিশন রিপোর্ট তলব করতেই রাতারাতি দুই অঙ্কে নামল মৃত্যুশূন্য ভোটকেন্দ্র। এই ২৯টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের মধ্যেও শীর্ষে দক্ষিণ ২৪ পরগণা। ২০টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্র মিলেছে দক্ষিণ ২৪ পরগণাতেই।