২২ ডিসেম্বর ডেডলাইন। তার মধ্যেই নতুন দল করবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন কবীর। জানিয়েছিলেন, টেক্সটাইল মোড়ের কাছে মঞ্চ করে সেখান থেকে নিজের দল ঘোষণা করবেন তিনি। কিন্তু এখন সেই একই দিনে টেক্সটাইল মোড়েই সভা করছে তৃণমূল। কোথায় যাবেন হুমায়ুন?