শুভেন্দু-সুকান্ত-দিলীপকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রতিক্রিয়া স্বরূপ দিলীপ বলেন, 'দু'মাস ধরে ষাঁড়ের মতো কারা চেঁচাচ্ছে, গাক গাক করে? সারা দেশে তো এসআইআর হচ্ছে, কই কোথাও তো এত চেঁচামেচি নেই। পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? মনে হচ্ছে টিএমসির বাড়িতে আগুন লেগে গিয়েছে। আমার মনে হয় এটা আরও বাড়বে। সুইসাইড কারা করছে, তা নিয়ে সত্যিই তদন্ত হওয়া উচিত। কিন্তু টিএমসির অনেক নেতাদের বাংলা ছাড়তে হবে। নয় সুইসাইড করতে হবে। সরকার যদি পাল্টে যায়, তা হলে মানুষ রাস্তায় ধরে ধরে পেটাবে। সেই দিন আসছে। তাই সাবধান থাকুনআইসআইআর হবে, আর ওঁদের বাড়ি বসে বসে দেখতে হবে।'