বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি বলেছেন, 'বিহারে এসআইআর হয়ে গিয়েছে। বাংলায় শুরু হল। সারা দেশেই এসআইআর হচ্ছে। এটা নিয়ে মনে হয় বারে বা তেরো বার হচ্ছে। এটা নিয়ে হঠাৎ তৃণমূলের এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে এতদিন ওরা জিতেছে, সরকারের আসনে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। বাকি রাজ্যে ওদের ভাই, বন্ধুরা আছে, কই তারা তো কোনও চেঁচামেচি করছে না। ঠাকুর ঘরে কে, রে, আমি তো কলা খাইনির মতো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ভাইপো বললেন এ বার চামচা-বেলচারা বলছে। এখানে সরকারই নিরাপত্তা দেয় না। খুন-ধর্ষণ যেভাবে বাড়ছে তাতে কেউ সুরক্ষিত নয়।'