SIR প্রক্রিয়ায় ভোটারদের তথ্য যাচাইয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। ২০২৫ সালের তালিকার সঙ্গে যদি মা-বাবার নাম না মেলে, তাহলে খতিয়ে দেখতে হবে বিএলও-কে। এছাড়া মা-বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান যদি ৪৫ বছরের বেশি হয়, তাহলেও তথ্য যাচাই করে দেখতে হবে। অনুপস্থিত ভোটারের হয়ে কেউ সই করলে, তাও জানাতে হবে বিএলও-কে।