ইডির নজরে এবার ইমেল এবং জিমেল ডেটা। পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন দোকানের তল্লাশির পর সেখানকার পাঁচ বছরের জিমেল ও গুগলের তথ্য সংগ্রহ করল ইডি (ED)। পাশাপাশি খড়দহে যে দোকানে তল্লাশি চলছিল, সেইখান থেকেও তথ্য সংগ্রহ করেছেন তাঁরা।