বাংলা সহ ৯ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর। দিল্লিতে এর জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোলা এই কন্ট্রোল রুমের নম্বর ০১১-২৩০৫২০০২ এবং ০১১-২৩০৫২১১০। ফিল্ড ওয়ার্কার এমনকি ডিইওদের সঙ্গে যোগাযোগ করা যাবে এই নম্বরে।