গ্যালারি ভর্তি জনতা, মেসিকে দেখতে কেউ এসেছেন সুদূর মুম্বই থেকে কেউ বা এসেছেন আমেরিকা থেকে। কারওর চোখে জল, কেউ উত্তেজনায় পরিপূর্ণ। কিন্তু এই আহ্লাদ, আমোদ যেন কয়েক মিনিটের। মেসির দেখা না পেয়ে মাঠের দিকে জলের বোতল ছুড়লেন আগত দর্শকরা।