পুড়ে ছাই হল নিউটাউনের ঘুনি বস্তি। এই বস্তিকে আশেপাশের এলাকার মানুষ চিনতেন বাংলাদেশি কলোনি বলেই। সেখানেই গতকাল সন্ধে বেলা লেগে যায় বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৩০০ ঝুপড়ি। এসআইআর শুরুর আগেই বাংলাদেশি থাকার অভিযোগে শিরোনামে এসেছিল এই বস্তি। আর তখনই এই বস্তি থেকে পালিয়ে গিয়েছিল অনেক বাংলাদেশি। আর তারপর এবার পুড়ে খাক হল সেই বস্তি।