শুক্রবার সকালে আচমকাই গুলশন কলোনির এক ফ্ল্যাটে আগুন লেগেছিল। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। দক্ষিণ কলকাতার গুলশন কলোনি এলাকার বহুতলে যেহেতু অনেক মানুষ বসবাস করেন, তাই যাতে বেশি সমস্যা না হয়, তাই ১০টি ইঞ্জিন গিয়ে বিপর্যয় মোকাবিলা করেন।