দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন। আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন। যাত্রীরা নিরাপদে রয়েছেন। এমনটাই খবর। বাসে আগুন লাগতেই দ্রুত যাত্রীরা সেখান থেকে নেমে যায়। তাই কোনওরকম অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়েছিল।