ওআরএসের কাজ জীবন রক্ষা। বিংশ শতাব্দীর সেরা আবিষ্কার। ওআরএস আমাদের চোখে অমৃত। তবে এই ওআরএস এর নামে গত ১৪ বছর ধরে হাই সুগার ড্রিঙ্ক বিক্রি করা হচ্ছে। প্রতারণা হচ্ছে মানুষের সঙ্গে। যা ডায়েরিয়া থেকে মুক্তি দেওয়ার জন্য তৈরি হয়েছে, সেটা ডায়েরিয়াকে আরও বাড়িয়ে দেওয়ার কাজ করছিল। বলছেন হায়দরাবাদের বিশিষ্ট চিকিৎসক সন্তোষ। ৮ বছরের লড়াই শেষে বড় জয় শিশু চিকিৎসকের। WHO-এর অনুমোদন ছাড়া আর বিক্রি নয় ওআরএস।