দুধ ব্যবসায়ীর বাইকে এসে ধাক্কা মারল, সরকারি নীল বাতি গাড়ি। তুমুল বিতর্ক বাঁকুড়ায়। ৪০ ফুট দূরে হিঁচড়ে নিয়ে গেল আহত ব্যবসায়ীকে। তারপরই রাজ্য় সড়কে চলল দীর্ঘক্ষণ অবরোধ। বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ।