আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর। আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে পারদ চড়ছে। এই কর্মসূচি পূর্ব ঘোষিত। তাই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। স্বাস্থ্যভবনের বাইরে লোহার দুর্গ, ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য়ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুরু হয় পুলিশি ধরপাকড়। স্বাস্থ্যভবনের সামনেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।