ক্ষণে ক্ষণেই কাঁপছে ধরা, আর ক্রমেই বাড়ছে ফাটল। ধর্মতলা শিয়ালদহ মেট্রোর জেরে আতঙ্কে শহরবাসী। ভূগর্ভে মেট্রো চলছে, আর বাড়ি কাঁপছে থরথর করে, অভিযোগ বাসিন্দাদের।