মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি বলেছেন, 'চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ বাক্য প্রচলিত গ্রাম গঞ্জে। যারা চুরি করছে, বালি চুরি করছে, পুলিশের থেকে তোলা নিচ্ছে, ভাগ নিচ্ছে, পুলিশও মজা পেয়ে গিয়েছে। এগুলো বলতে গেলেই বলবে হুমায়ূন কবীর দলবিরোধী। দলবিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি। বের করে দাও, আমি তো বেরিয়ে যেতে চাইছি। তারপর বোঝাব এই জেলায় রাজনীতি করা কাকে বলে।'