তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছিলেন, তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন পরদিনই। এ বার অবশ্য অন্য সুর। আজ বিধায়ক পদ ছাড়লেন না হুমায়ুন কবীর। আসলে আগামিকাল রেজিনগরে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে থাকবেন হুমায়ুন। আর কর্মসূচির জন্য আজ মুর্শিদাবাদেই থাকছেন তিনি। আর বিধায়ক পদ ছাড়তে হলে হুমায়ুনকে সশরীরে বিধানসভা আসতে হবে। নিয়ম অনুসারে স্পিকারের হাতেই পদত্যাগপত্র জমা দিতে হয়। সেকারণে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন।