বিধানসভা ভোটের ঠিক আগে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল। তাঁর কার্যকলাপের পিছনে বিজেপির উস্কানি রয়েছে, এমন অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ফিরহাদ হাকিম বলেন, 'তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না হুমায়ুনের।' টিভি নাইন বাংলায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুমায়ুন বলেন, 'আমি এই সাসপেনশনকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কোনও সাংগঠিন পদে হুমায়ুন কবীর ছিল না, এখনও নেই। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে সাসপেন্ড করাটা গুরুত্বহীন। এর ফলে আমার কাছে আকস্মিক কোনও আঘাত আসার বিষয়ও নয়। আমি এখানে তো তৃণমূল কংগ্রেসের বুথের স্তরের কোনও জায়গায় নেই। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যে ক্ষমতাচ্যুত হয়ে খেসারত দিতে হবে। আমি মুসলিম। আর আমার বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে। শহিদ হয়ে যাব। আগামী ২২ ডিসেম্বর বহরমপুরে টেক্সটাইল মোড়ে নতুন দলের সূচনা করব সাধারণ মানুষের কাছে। বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়াই করব।'