মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বিএলও-রা। আর বুধবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিল থেকে পাওয়া গেল কয়েকশো আধার কার্ড। রাতের অন্ধকারে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে। কিন্তু, কেন আধার কার্ডগুলি ফেলা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।