ভবানীপুরে আপাতত আফগান নাগরিক ধরা পড়েছে। এরপর পাকিস্তানের নাগরিক ধরা পড়বে। ভবানীপুর থেকে পাকিস্তান নাগরিক ধরা পড়লে আমি অন্তত অবাক হব না। ভবানীপুর ওদের জন্য উপযুক্ত জায়গা। যেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছত্রছায়ায় বাংলাদেশিকরণ চলছে। ইসলামাইজেশন চলছে। তাঁর ছত্রছায়ায় তো আফগান নাগরিক, পাকিস্তানি নাগরিক থাকবে, ২-৪টে বাংলাদেশি নাগরিক থাকবে।