বিজেপির তুলোধনা করে বীরবাহা বলেন, “ওই দিন আমার জন্ম দিন ছিল। টিফিন করার জন্য কেনা মাত্র ৩০ টাকার কেক থেকে সফরসঙ্গী দলীয় সহকর্মীদের সেই কেক খাওয়ানোর জন্য গত দু'দিন ধরে বিজেপি আমাকে সমানে কটাক্ষ করে গিয়েছে।”