চিপ ছাড়া এখন অচল দুনিয়া। আর এই চিপ তৈরির এলিট ক্লাবে এ বার ভারতের এন্ট্রি। ইসরোর ল্যাব থেকে বেরোল বিক্রম। ভারতে তৈরি স্পেস বেসড হোমমেড মাইক্রোচিপ। ভারতের তৈরি সমস্ত রকেট ও কৃত্রিম উপগ্রহে এ বার থেকে এই চিপই থাকবে। পাশাপাশি বাণিজ্যিক চিপের দুনিয়ায় পা রাখছে ভারত। চলতি বছরে গুজরাট থেকে প্রথম বেরবে এই ন্যানো চিপ। দুনিয়ার সেরা মাইক্রোচিপ তৈরির কোম্পানিগুলো আরও পাতলা চিপ তৈরি করতে চাইছে। এ ফোর কাগজের থেকেও অনেক পাতলা এই চিপ।