বঙ্গোপসাগরে ভারতীয় সেনার ব্রহ্মসের সফল কমব্যাট লঞ্চ। লক্ষ্যভেদে আবারও প্রমাণিত হল বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইলের সক্ষমতা। ভারতীয় সেনাবাহিনী সফলভাবে ব্রহ্মস (BrahMos) সুপারসনিক ক্রুজ মিসাইলের কমব্যাট লঞ্চ সম্পন্ন করেছে।