একসঙ্গে মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে চলবে বিশাল মহড়া। সশস্ত্র বাহিনী এবং ভারতীয় বায়ুসেনার একসঙ্গে মহড়া দেওয়ার সিদ্ধান্ত। উড়বে রাফাল, সুখোইয়ের মতো শক্তিশালী যুদ্ধবিমান, নামবে সশস্ত্র বাহিনীর সবথেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক। তিন ধাপে এই মহড়া হবে বলেই জানা গিয়েছে। প্রথম ধাপের মহড়া হবে ৬ ও ২০ নভেম্বর। দ্বিতীয় ধাপে মহড়া হবে ৪ ও ১৮ ডিসেম্বর। শেষ ভাগে মহড়া হবে ২০২৬ সালের ১ ও ১৫ জানুয়ারি।