জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সতর্কতা আবারও একটি বড় অনুপ্রবেশের ষড়যন্ত্রের উন্মোচন করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমান্তের (আইবি) কাছে সন্দেহজনক পরিস্থিতিতে একজন বাংলাদেশী নাগরিককে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) আটক করেছে, যাকে পরে জম্মু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কানাচক থানা এলাকার অন্তর্গত সীমান্ত পুলিশ পোস্ট (বিপিপি) গজানসুতে এই অভিযান চালানো হয়।