বিহার নির্বাচনের ফল ঘোষণার দিন দিল্লিতে বিজেপির সদর দফতরে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, 'একটা পুরনো প্রবাদ রয়েছে। লোহা লোহাকে কাটে। বিহারে কয়েকটা দল MY ফর্মুলা বানিয়েছিল। কিন্তু আজকের এই জয় এক নতুন MY ফর্মুলা দিয়েছে। আর সেটা হল মহিলা আর ইয়ুথ। বিহার দেশের ওই রাজ্যের একটি, যেখানে সবচেয়ে বেশি যুবক-যুবতী রয়েছে। ওদের আকাঙ্খা ও স্বপ্ন জঙ্গলরাজকারীদের পুরনো ও সাম্প্রদায়িক MY ফর্মুলাকে পুরোটাই শেষ করে দিয়েছে।'