ভারতীয় রেলওয়ের বড় উদ্য়োগ। ইন্ডিগোর শয়ে শয়ে বিমান বাতিল হতেই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হল রেলওয়ের তরফে। এছাড়া অতিরিক্ত কামরাও জোড়া হয়েছে একাধিক ট্রেনে। ৩৭টি প্রিমিয়াম ট্রেনে অতিরিক্ত ১১৬টি কামরা যুক্ত করা হয়েছে।