শেষ পর্যায়ে একেবারে এডিট মোডে নির্বাচন কমিশন। ২০০২ তালিকায় নাম নেই, তাই বাবা ও ঠাকুরদার নামে ফর্ম ফিল আপ, এমন বুথ ফের খতিয়ে দেখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সীমান্তবর্তী জেলাগুলির ৫০ এর বেশি বিধানসভায় প্রোজেনি ভোটারের সংখ্যায় গরমিলের আশঙ্কা। প্রোজেনি ম্যাপিং বা বংশগত মিল বেশি হয়েছে এমন বুথই এখন কমিশনের নজরে। প্রোজেনি ম্যাপিংয়ে পাওয়া তথ্য দেখে কমিশনের চোখ কপালে ওঠার জোগাড়। নির্বাচন কমিশন সূত্রের খবর মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদীয়া ও একাধিক সীমান্তবর্তী জেলাতে প্রায় ৫০টি বিধানসভা ক্ষেত্রে বা অঞ্চলে ২০০২ সালের পর অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে।