মহালয়ার সুখবরটা দিয়ে দিল কলকাতা মেট্রো। ২১ তারিখ রবিবার মহালয়ার দিন কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো। সাধারণ রবিবারে যেখানে ১৩০টি মেট্রো চলে, সেখানে মহালয়ার দিন ১৮২টি মেট্রো চলবে ব্লু লাইনে। এর মধ্যে আপ লাইনে ৯১টি, ডাউন লাইনে চলবে ৯১টি মেট্রো।